রাশিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন

রাশিয়ার ওবোনিস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ১৯৫৪ সালের ২৭ জুন। জাতীয় সঞ্চালন লাইনে সেই বিদ্যুৎ সরবরাহ করা হয়।

ওবোনিস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন জাদুঘরউইকিপিডিয়া

২৭ জুন ১৯৫৪
রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু
নির্মাণকাজ শুরু হয়েছিল ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর। ১৯৫৪ সালের ৬ মে সম্পন্ন হয় সাবেক সোভিয়েত ইউনিয়নের ওবোনিস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ। এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করে প্রথমবারের মতো জাতীয় সঞ্চালন লাইনে (গ্রিড) বিদ্যুৎ সরবরাহ করা হয় ১৯৫৪ সালের ২৭ জুন।

সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছিল এটি। ওবোনিস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ছিল ২০০২ সালের ২৯ এপ্রিল পর্যন্ত। সচল থাকার ৪৮ বছরে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, কোনো কর্মীও মাত্রাতিরিক্ত তেজস্ত্রিয়তার শিকার হয়ে অসুস্থ হননি।
মস্কো থেকে ১১০ কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে ওবোনিস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থান। বর্তমানে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে।

স্পাইগ্লাসের মোজাইক
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

২৭ জুন ১৯৯৫
পুঁজিবাজারে স্পাইগ্লাস
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য সফটওয়্যার নির্মাতা স্পাইগ্লাস ইনকরপোরেটেড তাদের স্পাইগ্লাস মোজাইক সফটওয়্যার ছাড়ার এক বছর পর প্রথমবারের মতো পুঁজিবাজারে নাম লেখায়। স্পাইগ্লাস মোজাইক প্রথম দিককার ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার)। পুঁজিবাজারে আসার এক বছর আগে ১৯৯৪ সালে ৭০ লাখ ডলার আয় করে স্পাইগ্লাস। যুক্তরাষ্ট্রের ইলিনয়স সুপারকম্পিউটিং সেন্টারের কয়েক শিক্ষার্থী স্পাইগ্লাসের প্রতিষ্ঠাতা। স্পাইগ্লাস ছিল নেটস্কেপ কমিউনিকশেনস করপোরেশন প্রতিষ্ঠার অনুপ্রেরণা।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি, কম্পিউটার হোপ