ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। প্রাতিষ্ঠানিক বা ব্যবসার প্রয়োজনে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় অপরিচিত ফোন নম্বর থেকে অনেকেই বিভিন্ন বার্তা পাঠান। এতে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। হোয়াটসঅ্যাপে পরিচিত বা অপরিচিত যেকোনো ফোন নম্বর ব্লক করে অবাঞ্ছিত বার্তা ঠেকানো সম্ভব।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ বার্তা স্ক্রিনশট নেওয়া বন্ধের উদ্যোগ

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে নির্দিষ্ট ফোন নম্বর ব্লক করার জন্য হোয়াটসঅ্যাপের ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে প্রবেশ করতে হবে। এবার অ্যাকাউন্ট সেটিংস থেকে প্রাইভেসি অপশন নির্বাচন করে ব্লকড কনট্রাক্টসে ক্লিক করতে হবে। এরপর অ্যাড অপশন ট্যাপ করে যে ফোন নম্বর ব্লক করতে চান সেটি সার্চ করে নির্বাচন করলেই নম্বরটি ব্লক হয়ে যাবে।

আরও পড়ুন

কম ইন্টারনেট খরচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

চাইলে অবাঞ্ছিত ব্যক্তির পাঠানো বার্তা পড়ার সময় সরাসরি ফোন নম্বরটি ব্লক করা যায়। এ জন্য বার্তা পড়ার সময় ডান পাশের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে মোর অপশন থেকে ব্লক নির্বাচন করতে হবে।

আরও পড়ুন

দেখে ফেলার ভয়, লুকিয়ে রাখুন হোয়াটসঅ্যাপ বার্তা

আইফোনে নির্দিষ্ট ফোন নম্বর ব্লক করার জন্য হোয়াটসঅ্যাপ চালু করে নিচে থাকা সেটিংস অপশন ট্যাপ করতে হবে। এবার অ্যাকাউন্ট থেকে প্রাইভেসি নির্বাচন করে ব্লকড অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাড নিউ অপশন ট্যাপ করে যে ফোন নম্বর ব্লক করতে চান, সেটি সার্চ করে নির্বাচন করতে হবে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার আগেই গ্রুপের বার্তা পড়া যাবে