গুনগুন করে গান গেয়ে যেভাবে ইউটিউবে গান খোঁজা যাবে

ইউটিউবে গান খোঁজার নতুন সুবিধা যোগ হয়েছেছবি: রয়টার্স

শুধু সুর জানা থাকলেও অনেক সময় গানের কথা বা শিল্পীর নাম মনে পড়ে না অনেকেরই। তখন প্রিয় সেই গানটি খুঁজে পেতে সমস্যা হয়। ইউটিউবে গান খোঁজার নতুন সুবিধায় গানের কথা বা শিল্পীর নাম জানা না থাকলেও শুধু গুনগুনিয়েই খুঁজে পাওয়া যাবে প্রিয় গান। তবে অবশ্যই তিন সেকেন্ডের বেশি সময় ধরে গুনগুন করতে হবে। এরপরই প্রাসঙ্গিক গানগুলো সার্চ ফলাফলে হাজির করবে ইউটিউব। দেখে নেওয়া যাক কীভাবে গুনগুন করে ইউটিউবে গান খুঁজে পাওয়া যায়।

প্রথমে স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপে যেতে হবে। ওপরে থাকা সার্চ আইকনে ট্যাপ করতে হবে। সার্চ বক্সের পাশে থাকা মাইক্রোফোন বাটনে ট্যাপ করতে হবে। পরের পেজে ওপরে ‘ভয়েস’ ও ‘সং’ এই দুটি বাটন দেখা যাবে। ‘সং’ বাটনে চাপতে হবে। পরবর্তী পেজে ‘প্লে, সিং অর হাম আ সং’ লেখা দেখা যাবে। এখানে অন্তত তিন সেকেন্ড প্রিয় গানটি গুনগুন করতে হবে। এরপর সার্চ ফলাফলে সেই গানের প্রাসঙ্গিক ফলাফল প্রদর্শন করবে ইউটিউব। নিচে থাকা মিউজিক প্লে বাটন চেপে সার্চ বন্ধ করা যাবে।

আরও পড়ুন

উল্লেখ্য, এই সুবিধাটি শুধু স্মার্টফোন অ্যাপ থেকে ব্যবহার করা যাবে। কম্পিউটার থেকে ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে এই সুবিধা ব্যবহার করা যাবে না।
শাজাম নামের একটি অ্যাপ এরই মধ্যে এ ধরনের সার্চ সুবিধা চালু করেছে। তবে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা এবং গানের সংগ্রহ কম থাকায় সেটি তেমন জনপ্রিয়তা পায়নি।

সূত্র: গ্যাজেটস নাউ

আরও পড়ুন