লুকিয়ে থাকা ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করছে হ্যাকাররা
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে লুকিয়ে থেকে তথ্য চুরি এবং ব্যবহারকারীর অজান্তে ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারে, এমন একধরনের ট্রোজান ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। এই ম্যালওয়্যার মূলত এভাবে ব্যবহারকারীর কার্যক্রম নজরদারির পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি করে। লিয়ানস্পাই নামের ম্যালওয়্যার দিয়ে মূলত রুশ ব্যবহারকারীরদের ফোনে হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা।
বলা হচ্ছে, এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেশ বিপজ্জনক। কারণ এটি যন্ত্রে থাকলেও ব্যবহারকারী তা বুঝতে পারেন না। ম্যালওয়্যারটির মাধ্যমে প্রতিনিয়ত ব্যবহারকারীর কার্যক্রম নজরদারি করা হয়। এমনকি ফোনের পর্দা রেকর্ডও করে রাখা হয়।
চলতি বছরের মার্চ মাসে লিয়ানস্পাই এর সন্ধান পেলেও এটি দীর্ঘদিন শনাক্ত করা যায়নি। অন্তত তিন বছর ধরে ম্যালওয়্যারটি সাইবার নিরাপত্তা গবেষকরা খুঁজে পাননি। এটি ব্যবহারকারীর কোনো অনুমতি ছাড়াই অপারেটিং সিস্টেমের ত্রুটি (বাগ) কাজে লাগিয়ে ফোনে প্রবেশ করতে পারে। এরপর ব্যবহারকারী কোনো অপরিচিত লিংকে ক্লিক করলে বা ফাইল নামালে ম্যালওয়্যারটি পূর্ণাঙ্গভাবে ইনস্টলড হয়ে যায়। তারপর ম্যালওয়্যারটি যন্ত্রের বিভিন্ন তথ্য সংগ্রহের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেয়। ফোনের কন্ট্যাক্ট ও কল লগসের তথ্য সংগ্রহ করে। তথ্য সংগ্রহের জন্য ব্যবহারকারীর অনুমতির প্রয়োজন হলে ম্যালওয়্যারটি সিস্টেম অ্যাপ হিসেবে লুকিয়ে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে। এভাবে ব্যবহারকারীর কার্যক্রম নজরদারি, তথ্য সংগ্রহ করে দূরে থাকা সার্ভারে এসব তথ্য পাঠায় ম্যালওয়্যারটি। নজরদারির জন্য ব্যবহারকারীর যন্ত্রের পর্দার কার্যক্রম রেকর্ড করে রাখে। ম্যালওয়্যারটি ফোনের হোমস্ক্রিনে খুঁজে পাওয়া যায় না৷ তবে নেপথ্যে সচল থাকে।
সাইবার নিরাপত্তা গবেষকেরা বলছেন, লিয়ানস্পাইয়ের মতো ভয়ানক ম্যালওয়ার থেকে সুরক্ষিত থাকতে সব সময় অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে হবে। এ ছাড়া বেনামি অ্যাপ ব্যবহারেও সতর্ক থাকতে হবে। হালনাগাদ করা অপারেটিং সিস্টেম ও অ্যাপ ব্যবহার করতে হবে। কারণ হালনাগাদ সংস্করণে ত্রুটির সমাধান করা হয়। এ ছাড়া ফোনের কোন অ্যাপের কোন তথ্য সংগ্রহের অনুমতি রয়েছে তা নিয়মিত যাচাই করতে হবে। পাশাপাশি স্পাইওয়্যার শনাক্তের বিভিন্ন টুলও ব্যবহার করা যেতে পারে।
সূত্র: দ্য সান ডটকো ডটইউকে