স্মার্টফোনে বার্তাও লিখে দেবে এআই

ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিরয়টার্স

স্মার্টফোন থেকে দ্রুত বার্তা পাঠানোর সুযোগ দিতে নিজেদের মেসেজেস অ্যাপে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা পরীক্ষামূলকভাবে যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই)। ফলে ব্যস্ততার সময়ে দ্রুত পরিচিতদের বার্তা পাঠানো যাবে। বর্তমানে মেসেজেস অ্যাপে বার্তা লেখার সময় পরবর্তী শব্দ লেখার সুপারিশ পাওয়া যায়।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যবহারকারীরা মেসেজেস অ্যাপে ম্যাজিক কম্পোজ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন। গুগলের তথ্যমতে, ব্যবহারকারীর সর্বশেষ পাঠানো বার্তাগুলোর তথ্য পর্যালোচনা করে নতুন করে পুরো বার্তা লিখে দেবে এআই টুলটি। স্বয়ংক্রিয়ভাবে লেখা বার্তাগুলো পাঠানোর আগে সম্পাদনাও করা যাবে। ফলে ভুল বার্তা পাঠানোর কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন

গুগল জানিয়েছে, মেসেজেস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে বার্তা লেখার সুবিধা চালু হলেও তা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যাবে না। এ সুবিধা ব্যবহারের জন্য অ্যাপের সেটিংস মেনু থেকে পেনসিল আইকনে ক্লিক করে ম্যাজিক কম্পোজ সুবিধা চালু করতে হবে। চালুর পর স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের মেসেজেস অ্যাপে বার্তা লিখে দেবে এই এআই টুলটি।

আরও পড়ুন

জানা গেছে, নতুন বার্তা লেখার জন্য ব্যবহারকারীদের সর্বশেষ পাঠানো ২০টি বার্তা, অন্যদের বার্তায় দেওয়া ইমোজি বা উত্তর পর্যালোচনা করে ম্যাজিক কম্পোজ। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজন মতো বার্তা পাঠানোর সুযোগ পেয়ে থাকেন। শিগগিরই বিভিন্ন দেশে বসবাসকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে।
সূত্র: দ্য ভার্জ