হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে অডিও চ্যাট

হোয়াটসঅ্যাপে অডিও চ্যাট করা যাবেপেক্সেলস

বার্তা আদান–প্রদানের পাশাপাশি মুখের কথা ধারণ করে অডিও চ্যাট সুবিধা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ২.২৩.৭.১২ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে মেটার মালিকানাধীন অ্যাপটি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে শিগগিরই এ সুবিধা ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে অডিও চ্যাট অপশন যুক্ত করা হবে। চ্যাট উইন্ডোর ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করলেই অডিও চ্যাট অপশন চালু হবে। ফলে বর্তমানে চালু থাকা ভয়েস বার্তার আদলেই একে অপরের সঙ্গে অডিও চ্যাট করা যাবে। অডিও চ্যাটে আদান–প্রদান করা বার্তাগুলো শোনার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। আর তাই প্রয়োজনে অডিও চ্যাটে আদান–প্রদান করা বার্তাগুলো একাধিকবার শোনা যাবে।

আরও পড়ুন

অডিও চ্যাট–সুবিধা ভবিষ্যতে আইওএস অপারেটিং সিস্টেমে চালু করা হবে। ফলে আইফোনেও মুখের কথা ধারণ করে একে অপরের সঙ্গে অডিও চ্যাট করা যাবে। অডিও চ্যাট চালুর পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে মুছে যেতে সক্ষম অডিও বার্তা পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে প্রাপক পড়ার পরপরই অডিও বার্তা মুছে যাবে। ফলে গুরুত্বপূর্ণ বা গোপনীয় তথ্য নিরাপদের আদান–প্রদান করা যাবে।
সূত্র: গ্যাজেটস ৩৬০

আরও পড়ুন