কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে র্যানসমওয়্যার হামলার হুমকি বাড়ছে: ক্যাসপারস্কি
সাইবার নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচিত বিভিন্ন কর্মকাণ্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় র্যানসমওয়্যার হামলার হুমকি বাড়ছে। এর ফলে সাইবার হামলার ধরন আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘সাইবার সিকিউরিটি উইকেন্ড ফর এশিয়া প্যাসিফিক ২০২৪’ সম্মেলন এ তথ্য জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। সম্মেলনে এশিয়া প্রশান্ত অঞ্চলে সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধের উপায় নিয়েও আলোচনা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্যাসপারস্কি।
বার্ষিক এ সম্মেলনে ক্যাসপারস্কির এশিয়া প্রশান্ত অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক আদ্রিয়ান হিয়া জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সময় তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। গোপন তথ্য কীভাবে ব্যবহার করা হয় এবং সে তথ্যের কোন কোন অংশ এআই ব্যবহার করবে, সে বিষয়েও নীতিমালা কার্যকর করা দরকার।
ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের পরিচালক ইগর কুজনেটসভ জানান, র্যানসমওয়্যার হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সংঘটিত সাইবার অপরাধ। সাইবার অপরাধীরা এটিকে ব্যবসার মতো করে পরিচালনা করেন। দুর্বল অ্যাপ্লিকেশনের ব্যবহারসহ চুরি বা অনুমান করা পাসওয়ার্ড ব্যবহার করে র্যানসমওয়্যার হামলা করেন তাঁরা।
ক্যাসপারস্কির লিড ডেটা সায়েন্টিস্ট আলেক্সি আন্তোনভ জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ১১ হাজার সম্ভাব্য ম্যালওয়্যার আক্রমণ হয়, যা গত বছর ছিল চার লাখ তিন হাজার। তাই গ্রাহকদের নিরাপত্তা দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ক্যাসপারস্কি।
প্রসঙ্গত, র্যানসমওয়্যার হচ্ছে ম্যালওয়্যার বা ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম, যা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা কম্পিউটার বা মুঠোফোনের নিয়ন্ত্রণ নিয়ে ‘মুক্তিপণ’ দাবি করে।