গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ–সুবিধা যুক্ত হচ্ছে মে মাসে

গুগল সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সার্চ টুল যুক্ত হচ্ছেরয়টার্স

ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত মার্চ মাসে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট উন্মুক্ত করেছে গুগল। এবার বার্ডের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সার্চ টুল গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী মাসেই নতুন এ টুলটি উন্মোচন করা হতে পারে। উল্লেখ্য, এ মাসের শুরুতে বার্ড চ্যাটবটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভবিষ্যতে গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত করা হবে জানিয়েছিলেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।

কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ টুলটি কাজে লাগিয়ে গুগলের সার্চ বক্সে প্রশ্ন লিখলেই দ্রুত সেগুলোর উত্তর জানা যাবে। শুধু তা-ই নয়, ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তুও সংক্ষেপে দেখা যাবে। ফলে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় দ্রুত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। সার্চ টুল ছাড়াও জিআইএফআই এআই ইমেজ ক্রিয়েটর টুল, টিভলি টিউটর ও সার্চ অ্যালং নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আরও বেশ কিছু টুল চালু করতে পারে গুগল।

আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ টুলটির নাম বা বিস্তারিত তথ্য এখনো জানায়নি গুগল। ম্যাগি কোড নামের এ টুলটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য টুলটি উন্মুক্ত করা হবে। তবে প্রাথমিকভাবে মাত্র ১০ লাখ ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সার্চ টুলটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এরই মধ্যে বিং সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে মাইক্রোসফট। চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভবিষ্যতে গুগল সার্চ ইঞ্জিনের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আর তাই দ্রুত নিজেদের সার্চ ইঞ্জিনে বার্ড চ্যাটবটের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সার্চ টুল যুক্ত করতে কাজ করছে গুগল।
সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন