সাইবার নিরাপত্তা নিয়ে নারী সাংবাদিকদের জন্য কর্মশালা

কর্মশালায় অংশগ্রহনকারীরাসংগৃহীত

অনলাইনে নারীদের নিরাপত্তাঝুঁকি রয়েছে। তথ্যপ্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য নারীদের অনলাইন নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে নারী সাংবাদিকেরা নিজেরা সতর্ক হয়ে লেখার মাধ্যমে অন্যদের সতর্ক করতে পারলে অনলাইনে নারীদের নিরাপদ অংশগ্রহণ বাড়বে। আজ মঙ্গলবার রাজধানীর জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তাবিষয়ক এক কর্মশালায় এ মন্তব্য করেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার।

আরও পড়ুন

অনলাইনে সাইবার হামলার ঝুঁকি মোকাবিলার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করতে নারী সাংবাদিকদের জন্য যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সিটিও ফোরাম বাংলাদেশ এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)।

আরও পড়ুন

কর্মশালায় সিটিও ফোরামের মহাসচিব আরফে এলাহী জানান, নিরাপদ থাকতে হলে অনলাইনে পাওয়া তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। অনলাইন নিরাপত্তা ব্যক্তিপর্যায় থেকেই শুরু করা উচিত। এ জন্য ই-মেইল বা ফেসবুক পাসওয়ার্ড গোপন রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য বিনিময় করা যাবে না। শুধু তা–ই নয়, সাইবার হামলা থেকে রক্ষা পেতে স্মার্টফোন এবং কম্পিউটারে হালনাগাদ নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করতে হবে।

আরও পড়ুন

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটিও ফোরাম বাংলাদেশের সহসভাপতি ও বাংলাদেশ হাইটেক–পার্কের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কমার ঘোষ এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক।