ইউটিউব প্রিমিয়াম এবার কম খরচে ব্যবহার করা যাবে, কীভাবে
ইউটিউব ভিডিওতে দিন দিন বিজ্ঞাপনের সংখ্যা বেড়ে চলেছে। এমনকি আকারে বড় ভিডিওতে একাধিকবার দীর্ঘ বিজ্ঞাপনও দেখতে হয় ব্যবহারকারীদের। আর তাই অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম সেবায় নিবন্ধন করে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখেন অনেকে। তবে প্রতি মাসে অর্থ খরচ হওয়ায় চাইলেও সবার পক্ষে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা ব্যবহার করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ইউটিউব প্রিমিয়ামের নতুন প্যাকেজ চালু করেছে ইউটিউব কর্তৃপক্ষ। নতুন এ প্যাকেজে একসঙ্গে দুজন সদস্য যৌথভাবে অর্থ পরিশোধ করে ইউটিউবের প্রিমিয়ামের সুবিধা ব্যবহার করতে পারবেন।
ইউটিউব জানিয়েছে, বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ই কনটেন্ট নির্মাতাদের আয়ের প্রধান উৎস। তবে অনেক ব্যবহারকারী প্ল্যাটফর্মে অতিরিক্ত বিজ্ঞাপন দেখার কারণে বিরক্ত হন। এ জন্যই ইউটিউব প্রিমিয়াম চালুর মাধ্যমে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতার পাশাপাশি আরও কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রিমিয়াম সংস্করণে ব্যবহারকারীরা ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখা, ইউটিউব মিউজিকের পূর্ণ সংগ্রহে প্রবেশাধিকারসহ বেশ কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। নতুন প্যাকেজের মাধ্যমে একজনের খরচে দুজন ব্যক্তি ইউটিউব প্রিমিয়াম সেবা ব্যবহার করতে পারবেন।
নতুন এই প্যাকেজের তথ্য এরই মধ্যে ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পেজে যুক্ত করা হয়েছে। সেখানে ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষার্থী প্যাকেজের পাশাপাশি দুই সদস্যের প্যাকেজের তথ্য দেখা যাচ্ছে। আগ্রহীরা চাইলে প্রথম এক মাস বিনা মূল্যে প্যাকেজটি ব্যবহার করতে পারবেন।
ইউটিউবের তথ্যমতে, ইউটিউব প্রিমিয়াম সেবায় নিবন্ধনের সময় আরও একজন ব্যক্তিকে যুক্ত করে প্যাকেজটি চালু করা যাবে। তবে দুজন ব্যক্তিরই বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে এবং তাদের একটি বৈধ গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, তারা উভয়ই একই ঠিকানায় বসবাস করছে। এর পাশাপাশি সদস্য যুক্ত করার জন্য দুজনকেই গুগলের ‘ফ্যামিলি গ্রুপ’–এ অন্তর্ভুক্ত হতে হবে। প্রাথমিকভাবে নতুন প্যাকেজটি নির্দিষ্ট কিছু দেশ থেকে ব্যবহার করা যাবে।
সূত্র: নিউজ১৮