অ্যামাজনের পণ্যবাহী ড্রোন

উড়ে উড়ে ক্রেতাদের ঠিকানায় পণ্য পৌঁছে দিচ্ছে এই ড্রোনঅ্যামাজন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের নির্দিষ্ট অঞ্চলে উড়ে উড়ে ক্রেতাদের ঠিকানায় পণ্য পৌঁছে দিচ্ছে এই ড্রোন। পণ্য পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি ড্রোনটির মাধ্যমে অনলাইনে ফরমাশ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই ক্রেতাদের ঠিকানায় পণ্য পৌঁছে দিচ্ছে বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন।

আরও পড়ুন

অ্যামাজনের তথ্যমতে, ছয়টি প্রোপ্রেলারযুক্ত এমকে ২৭-২ মডেলের ড্রোনটিতে পণ্য রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। ফলে পণ্যের মান নষ্ট হয় না। স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম হলেও প্রাথমিকভাবে ড্রোনটির কার্যক্রম দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাধা শনাক্তের প্রযুক্তি থাকায় নিরাপদে পণ্য পৌঁছে দিতে পারে ড্রোনটি।

আরও পড়ুন

৮০ পাউন্ড ওজনের ড্রোনটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে ১২ ফুট ওপর থেকে পণ্য নামিয়ে দিতে পারে। অর্থাৎ ড্রোন থেকে ক্রেতাদের পণ্য সংগ্রহ করতে হবে।
সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন