ডিটিওর স্থগিতাদেশ প্রত্যাহার, বেসিসের এজিএম শনিবারই হচ্ছে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের প্রতীকসংগৃহীত

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিতের নির্দেশ স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (টিও)-২ শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ফলে আজ শনিবার পূর্বনির্ধারিত সময় বিকেল চারটায় ঢাকার রাওয়া কনভেনশন হলে বেসিসের এজিএম অনুষ্ঠিত হবে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (টিও-২ শাখা) মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বেসিসের ১৬ মার্চ অনুষ্ঠিতব্য এজিএম স্থগিত করার জন্য জারিকৃত পত্রের কার্যকারিতা অনিবার্য কারণে নির্দেশক্রমে স্থগিত করা হলো।

এর আগে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের একই উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বেসিসের এজিএম স্থগিত করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই চিঠিতে গত ১০ মার্চ ডাকাতিয়ার প্রোপাইটর মো. ফাইকুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে ১৬ মার্চ শনিবার অনুষ্ঠিতব্য বেসিসের এজিএম স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আর্থিক নিরীক্ষা (অডিট) কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করে এজিএম করার নির্দেশনা দেওয়া হয়।

বেসিস বৃহস্পতিবার রাতেই সেই চিঠির জবাব পাঠায়। চিঠিতে বলা হয়, ১৪ মার্চ ২০২৪ আপনার স্বাক্ষরিত একটি পত্র আমরা অফিস সময়ের ২ ঘণ্টারও বেশি সময় পরে অর্থাৎ সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ইমেইলে ও হোয়াটসঅ্যাপে পেয়েছি। গত ১০ মার্চ ২০২৪ তারিখে জনৈক বেসিস সদস্য ফাইকুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৬/৩/২০২৪ তারিখ, শনিবার অনুষ্ঠেয় বেসিস এজিএম স্থগিত করতে বলা হয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্য যে, বিগত ৪ দিনে বেসিসকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বা কোনো শুনানিতেও ডাকা হয়নি বা ব্যাখ্যা চাওয়া হয়নি। চিঠিতে বেসিস মহাপরিচালক বাণিজ্য সংগঠন (ডিটিও) থেকে পরবর্তী নির্দেশনা দেওয়ার অনুরোধ করেন।

আরও পড়ুন

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (টিও-২ শাখা) মো. আবুল কালাম আজাদ শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ‘যেহেতু এজিএমের দিন ঠিক হয়ে গেছে, তাই বেসিসের আবেদনের পরিপেক্ষিতেই আমরা নিধারিত সময়ে এজিএম আয়োজনের নিদের্শনা দিয়েছি।’

এ বিষয়ে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা সঠিক পথেই ছিলাম। তাই বাণিজ্য মন্ত্রণালয় আমাদের নির্ধারিত তারিখে এজিএম করার সম্মতি দিয়েছে। আমরা আগামীকাল (আজ শনিবার) যথা সময়ে এজিএম করব।’