মুঠোফোন বা কম্পিউটারের পাশাপাশি স্মার্ট টেলিভিশনেও দেখা যাবে ইউটিউব শর্টস ভিডিও। এ জন্য স্মার্ট টিভি অ্যাপের হোমপেজে শর্টস অপশন যুক্ত করেছে ইউটিউব। সাধারণ ভিডিওর একটু নিচে শর্টস অপশন থাকায় ব্যবহারকারীরা সহজেই রিকমন্ডেড শর্টস ভিডিও দেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন

ইউটিউব শর্টসে বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ পাবেন নির্মাতারা

ইউটিউবের তথ্যমতে, হালনাগাদ সংস্করণের যেকোনো স্মার্ট টেলিভিশনে শর্টস ভিডিও দেখা যাবে। এ বিষয়ে গতকাল সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ থেকে দর্শকেরা ঘরে বসেই বড় পর্দায় শর্টস ভিডিও দেখার সুযোগ পাবেন। পর্যায়ক্রমে বিশ্বের সব প্রান্তে থাকা টেলিভিশনেই এ সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন

মাসে ইউটিউব শর্টস ব্যবহারকারী ১৫০ কোটি

সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের শর্টস ভিডিওগুলো উলম্ব ফরম্যাটের হয়ে থাকে। ফলে মুঠোফোনে স্বচ্ছন্দে ভিডিওগুলো দেখা গেলেও টেলিভিশনে পর্দার দুই দিকে বেশ কিছু অংশ খালি থাকবে। সমস্যা সমাধানে শর্ট ভিডিও পর্দার একেবারে মাঝখানে চালু করে ভিডিওর ধরন অনুযায়ী পর্দার দুই দিকে বিভিন্ন রঙের পটভূমি দেখাবে ইউটিউব। শুধু তা–ই নয়, শর্টস ভিডিও দেখার সময় ডানে নির্মাতার পরিচয়, টাইটেলসহ বিভিন্ন তথ্যও পাওয়া যাবে। এতে স্বচ্ছন্দে ভিডিওগুলো দেখা যাবে।

আরও পড়ুন

ইউটিউব শর্টসে রিমিক্স ভিডিও তৈরির সুযোগ

ইউটিউবের তথ্যমতে, টেলিভিশনে শর্টস অপশনে থাকা ভিডিও চালু করলেই মুঠোফোনের আদলে পরপর শর্টস ভিডিও দেখা যাবে। শুধু তা–ই নয়, পছন্দের শর্টস ভিডিওতে ক্লিক করে সরাসরি ভিডিও নির্মাতার চ্যানেলে প্রবেশ করা যাবে। ফলে ভিডিও নির্মাতার অন্য শর্টস ভিডিওসহ বিভিন্ন তথ্য জানার সুযোগ মিলবে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি হালনাগাদ সব ধরনের স্মার্ট টেলিভিশনে শর্টস ভিডিও দেখা যাবে।