মেটার শেয়ারের দাম বাড়ায় এক দিনে মার্ক জাকারবার্গের আয় কত জানেন কি

মার্ক জাকারবার্গরয়টার্স

নিজেদের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রেডস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন সুবিধা নিয়মিত যুক্ত করছে মেটা। আর তাই গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) আয়ের পরিমাণ বেড়েছে মেটার। ফলে প্রথমবারের মতো শেয়ারপ্রতি লভ্যাংশ ঘোষণা করেছে মেটা। বিষয়টি প্রকাশের পরপরই মেটার শেয়ারের দাম বাড়তে থাকে। ফলে মেটার সবচেয়ে বেশি শেয়ারের মালিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সম্পদমূল্যও বেড়েছে বিদ্যুৎগতিতে।

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্যমতে, মেটার শেয়ারের দাম বাড়ায় গত শুক্রবার জাকারবার্গের মোট সম্পদমূল্য বেড়েছে ২৯ বিলিয়ন মার্কিন ডলার বা ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ মেটার শেয়ারের দাম বাড়ায় এক দিনেই বাংলাদেশের মোট রিজার্ভের চেয়ে প্রায় দেড় গুণ অর্থ আয় করেছেন জাকারবার্গ।

আরও পড়ুন

ইউএএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যমতে, মেটায় জাকারবার্গের ৩৫ কোটি শেয়ার রয়েছে। গত শুক্রবার শুরুতেই মেটার শেয়ারের দাম ২০ শতাংশ বেড়েছে। ফলে জাকারবার্গের আয়ও বেড়েছে। ফোর্বসের তথ্যমতে, মেটার শেয়ারের দাম বাড়ার ফলে জাকারবার্গের বর্তমান সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৬৭.৯ বিলিয়ন মার্কিন ডলার বা ১৬ হাজার ৭৯০ কোটি ডলার।

আরও পড়ুন

ফোর্বসের তথ্যের সঙ্গে কিছুটা ভিন্নমত রয়েছে ব্লুমবার্গের। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্যমতে, জাকারবার্গের বর্তমান সম্পদমূল্য ১৭০ বিলিয়ন মার্কিন ডলার বা ১৭ হাজার কোটি ডলার। বিশ্বের সেরা ধনীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জাকারবার্গ।

সূত্র: ফোর্বস, ব্লুমবার্গ

আরও পড়ুন