জুমে অ্যাভাটার ব্যবহার করা যাবে

জুমে অনলাইন বৈঠকের সময় অ্যাভাটার ব্যবহার করা যাবেজুম

ভিডিও কলের সময় নিজের চেহারার আদলে অ্যাভাটার ব্যবহারের সুযোগ চালু করছে জনপ্রিয় ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম। এ সুবিধা কাজে লাগিয়ে অনলাইন বৈঠকের সময় অংশগ্রহণকারীরা নিজেদের চেহারার বদলে অ্যাভাটার (ছবি বা ইমোজি) অন্যদের দেখাতে পারবেন। ফলে দীর্ঘ সময় ধরে চলা অনলাইন বৈঠকে স্বাচ্ছন্দ্যে অংশ নেওয়া যাবে।

আরও পড়ুন

অ্যানিমেশন কার্টুনের মাধ্যমে তৈরি অ্যাভাটারগুলো অনলাইন বৈঠকের সময় ব্যবহারকারীদের নড়াচড়া শনাক্ত করে বিভিন্ন অভিব্যক্তি দেখাতে পারে। ফলে জুম মিটিংয়ে অংশ নেওয়া অন্যরা অ্যাভাটার ব্যবহারকারীদের অঙ্গভঙ্গি এবং অনুভূতি বুঝতে পারবেন। উল্লেখ্য, এত দিন শুধু বিভিন্ন প্রাণীর অ্যাভাটার ব্যবহারের সুযোগ পেতেন জুম ব্যবহারকারীরা।

আরও পড়ুন

জুমের তথ্যমতে, নিজেদের চেহারার আদলে অ্যাভাটার তৈরির জন্য ভিন্ন ভিন্ন চেহারা, পোশাক এবং চুলের কাট বেছে নেওয়া যাবে। প্রাথমিকভাবে বেটা সংস্করণ ব্যবহারকারীরা ভিডিও কলের সময় অ্যাভাটার ব্যবহার করতে পারবেন। শিগগিরই সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।
সূত্র: ইন্ডিয়া টাইমস

আরও পড়ুন