আইফোনের জন্য লাইভ কলার আইডি চালু করল ট্রুকলার

আইফোনে ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করা যাবেট্রুকলার

আইফোন ব্যবহারকারীদের জন্য লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে অপরিচিতি নম্বর থেকে কেউ কল করলেই ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে ফোনকল করা ব্যক্তির পরিচয় জানতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। এ জন্য বাড়তি কোনো কষ্টও করতে হবে না, অপরিচিত নম্বর থেকে ফোনকল আসার পর ‘হাই সিরি সার্চ ট্রুকলার’ বললেই আইফোনের পর্দায় সেই ব্যক্তির নাম-পরিচয় দেখা যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অনেক দিন আগে থেকেই লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করা যায়।

আরও পড়ুন

অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জনপ্রিয় অ্যাপ ট্রুকলারের ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ৮০ লাখ। এই ব্যবহারকারীদের বেশির ভাগই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। নতুন এ সুবিধা চালুর ফলে আইওএস ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

আইফোনে লাইভ কলার আইডি সুবিধা বিনা মূল্যে ব্যবহার করা যাবে না। অ্যাপটির প্রিমিয়াম ও গোল্ড প্রিমিয়াম ব্যবহারকারীরা প্রতি মাসে শূন্য দশমিক ৯৯ ডলার থেকে ৯ দশমিক ৯৯ ডলার খরচ করে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ফোনকল করা অপরিচিত ব্যক্তির পরিচয় জানতে প্রথমে প্রিমিয়াম মেনুতে অ্যাড টু সিরি অপশন নির্বাচন করে আইফোনে সার্চ ট্রুকলার শর্টকাট চালু করতে হবে। এরপর অপরিচিত নম্বর থেকে ফোনকল এলে সিরিকে নির্দেশ দিলেই সেই ব্যক্তির পরিচয় জানা যাবে।
সূত্র: এনডিটিভি ও টেকক্রাঞ্চ

আরও পড়ুন