ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি পাঠানো হয়েছে। এসব জ্বালানি গাজার হাসপাতালগুলোয় ব্যবহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি সোমবার সাংবাদিকদের বলেন, রাফাহ সীমান্ত ক্রসিং পেরিয়ে মিসর থেকে গাজায় ছয় ট্রাক জ্বালানি প্রবেশ করেছে। এসব ট্রাকে প্রায় ১৮ হাজার গ্যালন জ্বালানি রয়েছে।
গাজা উপত্যকার ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে ২০০ রোগীকে রেডক্রসের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এএফপিকে বলেন, ২০০ রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাসে করে তাঁদের দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালটি ইসরায়েলি সেনাবাহিনী অবরোধ করে রেখেছে।
আলোচিত চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ে নাটকীয়তা চলছে। এবার প্রতিষ্ঠানটির কয়েক শ কর্মী পদত্যাগের হুমকি দিয়েছেন। পরিচালনা পর্ষদের কাছে লেখা এক খোলাচিঠিতে তাঁরা পদত্যাগের কথা জানিয়েছেন। সোমবার লেখা খোলাচিঠিতে ওপেনএআইয়ের কর্মীরা মোটাদাগে দুটি দাবি তুলেছেন। এক. প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। দুই. চাকরি খোয়ানো সিইও স্যাম অল্টম্যান ও পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানকে ওপেনএআইয়ে ফেরাতে হবে।
ভারতের আসামে পৃথক রাজ্যের আন্দোলনের দাবিতে শরৎ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের (বিডিএফ) মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, আসামে ভাষাগত সংখ্যালঘু বাঙালিদের ওপর দুর্গাপূজায় যে হামলা হয়েছে, তা নিয়ে কোনো আলাপ-আলোচনাই এ দেশে হয় না। বরাক উপত্যকার শিলচরে বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে সোমবার এ কথা জানান প্রদীপ দত্ত রায়।