ইতিহাসের এই দিনে: মোটরসাইকেলে ৫৮ আরোহী চড়ার রেকর্ড

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৯ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ভারতে এক মোটরসাইকেলে একে একে ৫৮ জন চড়ে রেকর্ড গড়ার ঘটনা ঘটে ২০১৭ সালের এদিনে
ছবি: রয়টার্স

একটি মোটরসাইকেলে দুজন কিংবা তিনজন চড়া সাধারণ বিষয়। কিন্তু যদি একটি মোটরসাইকেলে একসঙ্গে ৫৮ জন চড়ে বসেন, তাহলে যে কারও চোখ কপালে উঠবে। এমনটাই ঘটেছে ২০১৭ সালের ১৯ নভেম্বর, ভারতের বেঙ্গালুরুতে। ভারতীয় সেনাবাহিনীর এএসসি টর্নেডোস দলের সদস্যরা এই রেকর্ড গড়েন।
একটি মোটরসাইকেলে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ চড়ার বিশ্ব রেকর্ড এটি।

আরও পড়ুন

টয়লেট দিবস পালন

১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। ২০০১ সাল থেকে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে। বিশ্বজুড়ে কোটি মানুষের মধ্যে টয়লেট ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে এ দিবস চালু করা হয়।

আরও পড়ুন

পেলের হাজারতম গোল

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে
ফাইল ছবি: রয়টার্স

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ১ হাজার ২৭৯টি গোল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। ১৯৬৯ সালের এ দিনে পেলে তাঁর ক্যারিয়ারের হাজারতম গোলটি করেন। গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে তিনি ‘ফুটবলের জাদুকর’ হয়ে আছেন।

আরও পড়ুন

লক্ষ্মী বাঈয়ের জন্মদিন আজ

ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ। ব্রিটিশ ঔপনিবেশিক বাহিনীর বিরুদ্ধে লড়ে ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। শেষ পর্যন্ত হেরে গেলেও আজও তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। আজ রানি লক্ষ্মী বাঈয়ের জন্মদিন। ১৮২৮ সালের ১৯ নভেম্বর তাঁর জন্ম।

আরও পড়ুন
আরও পড়ুন