ইতিহাসের এই দিনে: হাইতিতে ভয়াবহ ভূমিকম্প

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১২ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

সময়টা ২০১০ সালের ১২ জানুয়ারি। রিখটার স্কেলে ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি। এতে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ধসে পড়ে অনেক ঘরবাড়ি ও স্থাপনা। ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয় দরিদ্র দেশ হাইতি।

আরও পড়ুন

ভিয়েতনাম যুদ্ধে মার্কিন প্যারাট্রুপার

অপারেশন চপার—ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি অভিযানের নাম। ১৯৬২ সালের ১২ জানুয়ারি এই অভিযানে নামে মার্কিন বিমান বাহিনী। হেলিকপ্টারে করে কয়েক শ প্যারাট্রুপার ভিয়েতনামের মাটিতে নামানো হয়। ভিয়েতনাম যুদ্ধে এটাই মার্কিন বাহিনীর প্রথম সামরিক অভিযান।

আরও পড়ুন

সুইডেনে প্রথম গুস্তাভের রাজ্যাভিষেক

সুইডেনের রাজা প্রথম গুস্তাভ। ১৫২৮ সালের ১২ জানুয়ারি সিংহাসনে বসেন তিনি। পরবর্তী ৩৭ বছর সুইডেন শাসন করেন গুস্তাভ। বলা হয়, তাঁর হাত ধরে আধুনিক সুইডেনের যাত্রা শুরু।

আরও পড়ুন

স্বামী বিবেকানন্দের জন্মদিন

স্বামী বিবেকানন্দের ভাস্কর্য
ছবি: এক্স (সাবেক টুইটার) থেকে নেওয়া

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ অসাম্প্রদায়িক সমাজব্যবস্থায় বিশ্বাসী ছিলেন। বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম ও শান্তির বাণী ছড়িয়ে দিতে কাজ করেছেন তিনি। আজ বিবেকানন্দের জন্মদিন। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি ভারতে তাঁর জন্ম। বিবেকানন্দের জন্মদিনে ভারতে জাতীয় যুব দিবস পালন করা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন