রবার্ট মুগাবে
ছবি: রয়টার্স

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের দীর্ঘদিনের শাসক ছিলেন রবার্ট মুগাবে। রাষ্ট্রপ্রধান হিসেবে টানা ৩৭ বছর দেশ শাসন করেন তিনি। শাসনকালে নানা সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ২০১৭ সালের ২১ নভেম্বর পদত্যাগ করেন মুগাবে। পার্লামেন্টে জমা দেন নিজের পদত্যাগপত্র। তাঁর ক্ষমতা ছাড়ার দিনটি নেচেগেয়ে উদ্‌যাপন করে জিম্বাবুয়েবাসী।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: মোটরসাইকেলে ৫৮ আরোহী চড়ার রেকর্ড

মানুষ নিয়ে ওড়ে হট-এয়ার বেলুন

১৭৮৩ সালের ২১ নভেম্বর। ফ্রান্সের প্যারিসের আকাশে ওড়ে একটি হট-এয়ার বেলুন। ওই বেলুনে চড়ে আকাশে ওড়ে মানুষও। প্রায় আট কিলোমিটার পাড়ি দিয়ে নিরাপদে নেমেও আসে বেলুনটি। মানুষ নিয়ে হট-এয়ার বেলুনের আকাশে ওড়ার এটাই প্রথম ঘটনা।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: বিশ্বের সবচেয়ে পুরোনো ঘড়ি নির্মাণ

ভারতীয় রকেটের মহাকাশযাত্রা

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ২১ নভেম্বর স্মরণীয় একটি দিন
ফাইল ছবি: রয়টার্স

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ২১ নভেম্বর স্মরণীয় একটি দিন। ১৯৬৩ সালের এই দিনে প্রথমবারের মতো কোনো ভারতীয় রকেট মহাকাশের পথে যাত্রা করে। ভারতের উপকূলীয় থুম্বা ইকোয়েটোরিয়াল রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: সুয়েজ খালে চলল জাহাজ

ভলকানাইজড রাবারের পেটেন্ট

১৮৪৩ সালের এই দিনে ব্রিটিশ প্রকৌশলী থমাস হ্যানকক তাঁর একটি উদ্ভাবনের পেটেন্ট নেন। প্রাকৃতিক রাবারকে সালফারের সঙ্গে মিশিয়ে ভলকানাইজড রাবার বানান তিনি। এই উদ্ভাবন অটোমোবাইল খাতে বড় পরিবর্তন নিয়ে আসে। কেননা, এই রাবার দিয়ে বানানো হয় টায়ার।

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: আকাশে ওড়ে বিশ্বের প্রথম ড্রোন

আরও পড়ুন

ইতিহাসের এই দিনে: চাঁদের অন্ধকার অংশের ছবি প্রকাশ