জাপান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান
ফাইল ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান জাপান সফরে যাচ্ছেন।
আজ শুক্রবার জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস এই তথ্য জানিয়েছে। টিবিএসের খবরে বলা হয়, আগামী রোববার জাপান সফরে যাবেন হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।

আরও পড়ুন

জাপান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন আমির আবদুল্লাহিয়ান।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও সাক্ষাৎ করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

নাম প্রকাশ না করা জাপানের একাধিক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে টিবিএসের খবরে বলা হয়, হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের টোকিও সফরকালে জাপানের পক্ষ থেকে বলা হবে, তেহরান যেন রাশিয়াকে অস্ত্র সরবরাহ বন্ধ করে।

আরও পড়ুন

চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে ইরান সহায়তা করছে বলে অভিযোগ কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।

আরও পড়ুন