ভারতকে সেনা প্রত্যাহার করতে বলেছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু
ছবি: রয়টার্স

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু তাঁর দেশ থেকে সেনা প্রত্যাহারে ভারতকে অনুরোধ করেছেন।

গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মুইজ্জু। গত শুক্রবার তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

মুইজ্জু চীনঘেঁষা হিসেবে পরিচিত। তিনি নির্বাচনে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহকে পরাজিত করেন। সলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত।

আরও পড়ুন

মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁর বদলে এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির ধরিত্রীবিজ্ঞানমন্ত্রী কিরেন রিজিজু।

মালদ্বীপে প্রায় ৭৫ সদস্যের ভারতীয় সেনার উপস্থিতি রয়েছে। মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দেন।

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে প্রভাব বিস্তারের জন্য ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।

গতকাল শনিবার মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনা প্রত্যাহারের বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানাতে মালদ্বীপের জনগণ তাঁকে (মুইজ্জু) ক্ষমতা দিয়েছে। তাই তিনি আশা করছেন, মালদ্বীপের জনগণের গণতান্ত্রিক ইচ্ছাকে ভারত সম্মান করবে।

আরও পড়ুন

মালদ্বীপের প্রেসিডেন্টের এই অনুরোধের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে মুইজ্জু বলেছিলেন, তাঁর দেশের মাটিতে কোনো বিদেশি সামরিক উপস্থিতি না থাকার বিষয়টি তিনি নিশ্চিত করবেন।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সেনা প্রত্যাহারের জন্য ভারতীয় মন্ত্রী কিরেন রিজিজুকে অনুরোধ করেছেন মুইজ্জু।

ভারতের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, অব্যাহত সহযোগিতার জন্য কার্যকর সমাধান নিয়ে উভয় দেশের সরকার আলোচনা করবে। তবে মালদ্বীপ থেকে ভারত তার সেনা ফিরিয়ে নেবে কি না, তা স্পষ্ট করেননি এই কর্মকর্তা।

আরও পড়ুন