ইউক্রেনের হামলায় রাশিয়ার সোচিতে তেলের ডিপোতে আগুন

রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের সোচি শহরে একটি তেলের ডিপোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ২ আগস্ট ২০২৫ছবি: এক্স থেকে নেওয়া

রাশিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সোচি শহরে গতকাল শনিবার দিবাগত রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় একটি তেলের ডিপোতে আগুন লেগে যায়। আজ রোববার শহরটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল।

বার্তা আদান–প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ বলেন, গত রাতে কিয়েভের শাসকদের ড্রোন হামলায় সোচি আক্রান্ত হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেল ট্যাংকে আঘাত হানে। এতে সেখানে আগুন লেগে যায়।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন নিয়মিত দেশটির তেল ও গ্যাস অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।

রাতভর অগ্নিনির্বাপণ বাহিনীর ১২৭ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বলে জানিয়েছেন কোন্দ্রাতিয়েভ। রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থল থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এএফপি ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা রাসাভিয়াৎসিয়া জানিয়েছে, ড্রোন হামলার কারণে সোচি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে কিছু সময় পরই আবার বিমান চলাচল শুরু হয়।

আরও পড়ুন

ইউক্রেন সীমান্ত থেকে সোচি শহর প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে। অন্যান্য রুশ শহরের তুলনায় সোচিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঘটনা বেশ বিরল।

সোচির স্থানীয় কর্মকর্তারা বলেছেন, গত মাসের শেষের দিকে ইউক্রেনের ড্রোন হামলায় সেখানে দুজন নিহত হন। কিয়েভ এখনো গতকালের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে কিয়েভ সতর্ক করে বলেছে, গত কয়েক সপ্তাহে রাশিয়ার হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ার জবাব দিতে তারা রাশিয়ার বিরুদ্ধে আকাশপথে হামলা আরও জোরদার করবে।

আরও পড়ুন

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ৮ আগস্ট (শুক্রবার) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

আরও পড়ুন