ইতিহাসের এই দিনে: প্রকাশিত হয় ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৫ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের চরিত্রের সাজে একজন
ছবি: রয়টার্স

প্রখ্যাত ব্রিটিশ লেখক লুইস ক্যারলের আলোচিত বই ‘অ্যালিস’স অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড’। শিশুসাহিত্যের অন্যতম সাড়াজাগানো বইটি ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ নামেও সমান পরিচিত। ১৮৬৫ সালের ২৬ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে প্রথম প্রকাশিত হয় বইটি। পরবর্তী সময়ে সারা বিশ্বে এ বই সাড়া ফেলে। ক্যারলের এই গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন

তুতেনখামেনের সমাধিতে প্রবেশ

প্রাচীন মিসরের বিখ্যাত রাজা তুতেনখামেন। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার তাঁর সমাধি আবিষ্কার করেছিলেন। ১৯২২ সালের ২৬ নভেম্বর ওই সমাধিতে প্রথমবারের মতো প্রবেশ করেন হাওয়ার্ড। তুতেনখামেনের সমাধি প্রচুর মূল্যবান রত্নপাথরে ভরা ছিল।

আরও পড়ুন

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা

সন্ত্রাসী হামলার পর মুম্বাইয়ের তাজ হোটেল থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর
ছবি: রয়টার্স

২০০৮ সালের ২৬ নভেম্বর। ভারতের মুম্বাই শহরের বাসিন্দাদের জন্য আতঙ্কের এক দিন। ওই দিন মুম্বাইয়ে তাজ হোটেলসহ কয়েকটি জায়গায় ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসব হামলায় নিহত হন ১৭৪ জন। ইতিহাসে এটা ‘২৬/১১ হামলা’ নামে পরিচিতি পেয়েছে।

আরও পড়ুন

মুক্তি পায় প্রথম থ্রিডি চলচ্চিত্র

চলচ্চিত্রটির নাম ‘বিওয়ানা ডেভিল’। বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য থ্রিডি চলচ্চিত্র এটি। ১৯৫২ সালের ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় চলচ্চিত্রটি। দর্শকেরা থ্রিডি চশমা পরে চলচ্চিত্রটি উপভোগ করেন।

আরও পড়ুন
আরও পড়ুন