বাবার রাজ্যাভিষেকে পরিবারের সঙ্গে বসতে পারবেন না প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের রাজা হিসেবে তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে আগামী ৬ মে। এ উপলক্ষে লন্ডনে বসতে যাচ্ছে জমকালো আয়োজন। যোগ দেবেন অনেক বিশ্বনেতা-তারকা। এই আয়োজনে থাকবেন রাজপরিবার ছেড়ে আসা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারিও। তবে বাবার রাজ্যাভিষেকের আনুষ্ঠানিক আয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে এক সারিতে বসতে পারবেন না হ্যারি।

রাজপরিবারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বড় ভাই প্রিন্স উইলিয়াম, তাঁর স্ত্রী কেট মিডলটনসহ পরিবারের বাকি সদস্যরা যে সারিতে বসবেন, তার থেকে ১০ সারি পেছনে বসতে হবে হ্যারিকে। স্বেচ্ছায় রাজপরিবার ছেড়ে যাওয়ার কারণে হ্যারিকে পেছনে বসতে হবে।

আরও পড়ুন

আরও জানা গেছে, বাবার রাজ্যাভিষেকের আনুষ্ঠানিক আয়োজনে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী মেগান মার্কেলকে ছাড়া একাই নিজ দেশে যাবেন হ্যারি। তবে খুব অল্প সময় থাকবেন। দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করতে পারেন তিনি। তাঁর এবারের যুক্তরাজ্য সফরে বাবা ও ভাইয়ের সঙ্গে বিদ্যমান শীতল সম্পর্ক উষ্ণ হবে, এমনটা আশা করা যাচ্ছে না।

হ্যারির প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার সাবেক পরিচারক পল ব্যারেল সংবাদমাধ্যমকে বলেন, এবারের সফরে বাবা আর ভাইয়ের সঙ্গে কাটানোর মতো খুব একটা সময় পাবেন না হ্যারি। তাঁদের আলাপ না–ও হতে পারে। ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি আনুষ্ঠানিকতা রক্ষার জন্য এই আয়োজনে যোগ দিতে পারেন।

আরও পড়ুন

আশঙ্কা প্রকাশ করে পল ব্যারেল আরও বলেন, ‘আমি ভীত। কেননা, এবারের যুক্তরাজ্য সফরের সময় রাজপরিবারের পক্ষ থেকে প্রিন্স হ্যারিকে উষ্ণ অভ্যর্থনা জানানো না–ও হতে পারে।’

আরও পড়ুন

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যের রাজপ্রথা অনুযায়ী তাঁর ছেলে তৃতীয় চার্লস রাজা হয়েছেন। নানা আনুষ্ঠানিকতা শেষে মায়ের মৃত্যুর প্রায় আট মাস পর তাঁর অভিষেক হচ্ছে। ৬ মে তাঁকে মুকুট পরানো হবে। তিনি যুক্তরাজ্য ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন

২০২০ সালে রাজদায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান হ্যারি ও মেগান। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এ দম্পতি। তবে রাজদায়িত্ব ছাড়লেও তাঁদের ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স উপাধি এখনো বহাল।

আরও পড়ুন