ক্রিমিয়ায় বন্দরে ড্রোন হামলা ‘প্রতিহত’ করেছে রুশ নৌবাহিনী

ড্রোন
প্রতীকী ছবি: রয়টার্স

মস্কো অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে আজ বুধবার ভোরে একটি ড্রোন হামলা ‘প্রতিহত’ করেছে রুশ নৌবাহিনী। সেভাস্তোপোলের ক্রেমলিন-সমর্থিত গভর্নর এমনটাই দাবি করেছেন।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। ক্রিমিয়া উপকূলে কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর বহর রয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর করে রাশিয়া। এই হামলা শুরুর পর থেকে ধারাবাহিকভাবে ক্রিমিয়ায় ড্রোন হামলা হচ্ছে।

আরও পড়ুন

ড্রোন হামলা ঠেকানো প্রসঙ্গে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, মোট তিনটি বস্তু ধ্বংস করা হয়েছে।

মিখাইল রাজভোঝায়েভ বলেন, হামলা ঠেকাতে রুশ নাবিকেরা ছোট অস্ত্র দিয়ে ড্রোনগুলো লক্ষ্য করে গুলি করেন। এ ছাড়া আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও কাজ করছিল।

মিখাইল রাজভোঝায়েভের ভাষ্য, এই ঘটনায় কেউ হতাহত হননি। কোনো জাহাজের ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিস্ফোরণে আশপাশের কিছু ভবনের জানালা উড়ে গেছে।

সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেভাস্তোপোলের গভর্নর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শনিবার কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ক্রিমিয়া সফরে গিয়েছিলেন। এদিন ছিল রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করার নবম বার্ষিকী। তাঁর সফরের এক সপ্তাহের কম সময়ের মধ্যে ক্রিমিয়ায় ড্রোন হামলার চেষ্টা হলো।

আরও পড়ুন

এক দিন আগেই ইউক্রেন দাবি করে, ক্রিমিয়ায় এক বিস্ফোরণে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। তবে তারা এ ঘটনার দায় অস্বীকার করে।

গত বছরের অক্টোবরে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে বড় ধরনের ড্রোন হামলা হয়। এই হামলার জন্য কিয়েভকে দায়ী করে ক্রেমলিন।

আরও পড়ুন