গৌতম আদানির দুই ছেলে—করণ আদানি ও জিত আদানি। ছোট ছেলে জিত এখন আদানি গ্রুপের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটির প্রকৌশল বিদ্যালয় থেকে ফলিত বিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। এখন তিনি আদানির বিমানবন্দরের ব্যবসা দেখাশোনা করছেন। আদানি ডিজিটাল ল্যাবের কার্যক্রম পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণাপ্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির সাজানো বাগান রীতিমতো লন্ডভন্ড হয়ে গেছে। গত ২৪ জানুয়ারি এ প্রতিবেদনে অভিযোগ করা হয়, নানা জালিয়াতির মাধ্যমে গৌতম আদানি তাঁর মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধি করেছেন।
এ কেলেঙ্কারির জেরে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় পিছিয়ে যান গৌতম আদানি। ১০ মার্চ এ তালিকায় তাঁর নাম ২৫তম অবস্থানে নেমে যায়। ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুসারে, ওই দিন তাঁর সম্পদের মূল্য ছিল ৪৬ দশমিক ৭ বিলিয়ন বা ৪ হাজার ৬৭০ কোটি ডলার।