সংঘাতে লেবাননে ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে: জাতিসংঘ

ইসরায়েলের হামলার পর বিধ্বস্ত একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ৮ জানুয়ারি, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফর কিলা গ্রামেছবি: এএফপি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে অন্তত ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেছেন।

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, লেবাননে বান্তুচ্যুতির কারণ ‘দক্ষিণ থেকে চালানো লড়াই’।

আরও পড়ুন

সতর্ক করে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, ‘লড়াই আরও বেড়ে গেলে সীমান্তরেখার (ব্লু লাইন) দুই পাশে বেসামরিক মানুষেরা আরও ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হবে।’

ইসরায়েল, লেবানন ও অধিকৃত গোলান মালভূমির মধ্যে জাতিসংঘ কার্যত যে সীমানা রেখা টেনে দিয়েছে, সেটাই ‘ব্লু লাইন’।

এ বিষয়ে স্টিফেন ডুজারিক আরও বলেন, ‘মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার বিষয়টি (বিশেষত ব্লু লাইন বরাবর) এখনো সীমিত রাখা হয়েছে। এই পরিস্থিতি আমাদের সেসব এলাকায় প্রয়োজনীয় সরবরাহের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।’

আরও পড়ুন