ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা ভয়ংকর সশস্ত্র আগ্রাসন: রাশিয়া

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়াফাইল ছবি: রয়টার্স

ইয়েমেনের ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রাণঘাতী যৌথ হামলাকে অন্য দেশের বিরুদ্ধে ‘ভয়ংকর সশস্ত্র আগ্রাসন’ বলে চিহ্নিত করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া গতকাল শুক্রবার এ মন্তব্য করেন।

অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যবহৃত এলাকাগুলোয় হামলা শুরু করেছে। হামলা চালানো হয়েছে রাজধানী সানায়। এ ছাড়া উপকূলীয় হোদেইদাহ শহরেও বিমান হামলা হয়েছে।

আরও পড়ুন

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলা করা হচ্ছে বলে দাবি পশ্চিমাদের।

মিত্রদেশগুলোর সহায়তায় ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলার বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ‘এসব দেশ ইয়েমেনের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে। আমি কোনো একটি দেশের অভ্যন্তরে একটি গোষ্ঠীর বিরুদ্ধে হামলার কথা বলছি না, বরং ওই দেশের সব মানুষের ওপর হামলার কথা বলছি। হামলায় শুধু যুদ্ধবিমান নয়, যুদ্ধজাহাজ ও সাবমেরিনও ব্যবহার করা হচ্ছে।’