একনজর: বিশ্বে যা ঘটল সারা দিন

আজ ১৯ নভেম্বর, রোববার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

২ নভেম্বরও আল–ফাখুরা স্কুলে ইসরায়েল বোমা হামলা চালিয়েছিল। স্কুলটি এখন বাস্তুচ্যুত গাজাবাসীর আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ফাইল ছবি: রয়টার্স

গাজার উত্তরাঞ্চলে শরণার্থীশিবিরে স্থানীয় সময় গতকাল শনিবার ইসরায়েলের চালানো হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাসের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা। এই শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলও ছিল। স্কুলটি ইসরায়েল-হামাস যুদ্ধে গৃহহীনদের আশ্রয়শিবির হিসেবে ব্যবহার করা হয়।

আল শিফা হাসপাতালে একটি অস্থায়ী অস্ত্রোপচার কেন্দ্র, ১২ নভেম্বর
ছবি: রয়টার্স

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানবিক পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত প্রতিনিধিদল গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আল-শিফা হাসপাতাল পরিদর্শন করেছে। সেখানে গোলা হামলা ও গুলির চিহ্ন দেখতে পেয়েছে তারা। এ পর্যালোচনাকারী দলের সদস্যরা আল-শিফা হাসপাতালকে ‘মৃত্যুপুরী’ বলে উল্লেখ করেছেন। আজ রোববার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব কথা বলেছে।

গাজা উপত্যকায় একটি ইসরায়েলি সাঁজোয়া যান, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ফিলিস্তিনিরা
ছবি: এএফপি ফাইল ছবি

পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজা উপত্যকায় জিম্মি থাকা নারী ও শিশুদের মুক্তি দিতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সাময়িক একটি সমঝোতা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট । এ চুক্তির ব্যাপারে জানাশোনা আছে—এমন সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন কর্মকর্তারা খবরটি অস্বীকার করে বলেছেন, এখন পর্যন্ত তাঁরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
রয়টার্স ফাইল ছবি

ইসরায়েল-হামাস যুদ্ধের পর শেষ পর্যন্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ অভিমত দিয়েছেন। ‘দ্য ইউএস ওন্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যালেঞ্জ অব পুতিন অ্যান্ড হামাস’ শিরোনামে প্রতিবেদনটি গতকাল শনিবার প্রকাশিত হয়েছে।

ইরানের রাজধানী তেহরানে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ। এ সময় শিশুদের কাফনে মোড়ানো প্রতীকী মরদেহ নেন বিক্ষোভকারীরা
ছবি: রয়টার্স

এদিকে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরানে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। দেশটির শীর্ষ সেনা কমান্ডার নিন্দা জানিয়ে বলেছেন, হামাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু
ছবি: রয়টার্স

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু তাঁর দেশ থেকে সেনা প্রত্যাহারে ভারতকে অনুরোধ করেছেন। গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মুইজ্জু। গত শুক্রবার তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

বিশ্ব থেকে আরও পড়ুন