ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো সৌদি আরবের কাছ থেকে উপহার হিসেবে যেসব দামি অলংকার পেয়েছিলেন, তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। এ জন্য বলসোনারোকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রেসিডেন্ট থাকার সময় জইর বলসোনারো বিভিন্ন দেশের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন, তা নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। স্থানীয় সময় গতকাল বুধবার এসব নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু সৌদি আরবের কাছ থেকে পাওয়া দামি উপহার নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে পাওয়া দুটি বন্দুক ফেরত দিতে হবে বলসোনারোকে। বন্দুক দুটি ২০১৯ সালে তিনি উপহার হিসেবে পেয়েছিলেন। এগুলো ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদের সংগ্রহশালায় ছিল।
দ্য ফেডারেল কোর্ট অব অ্যাকাউন্টস অব ব্রাজিল বলেছেন, পাঁচ দিনের মধ্যে বলসোনারোকে দামি ও গুরুত্বপূর্ণ এসব রাষ্ট্রীয় উপহার ফেরত দিতে হবে।
এ আদালতের প্রেসিডেন্ট ব্রুনো দানতাস বলেন, ব্রাজিলের আইনে সরকারি কর্মকর্তারা একান্ত ব্যক্তিগত ও ন্যূনতম দামের উপহার নিজের সঙ্গে রাখতে পারেন। দামি উপহার তাঁদের রাষ্ট্রীয় সংগ্রহশালায় জমা দিতে হয়। তাই সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকেও পাঁচ দিনের মধ্যে তাঁর কাছে থাকা দামি দামি রাষ্ট্রীয় উপহার প্রেসিডেন্ট প্রাসাদে ফেরত দিতে হবে।
গত ১ জানুয়ারি ব্রাজিলে ক্ষমতায় বসেন বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা। লুলার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বলসোনারো। তাঁর অভিযোগ, নির্বাচনে হারেননি তিনি। ভোটে লুলা তাঁর বিজয় ছিনিয়ে নিয়েছেন। তাই লুলার শপথের ৪৮ ঘণ্টা আগে দেশ ছাড়েন তিনি। তখন থেকেই ফ্লোরিডায় রয়েছেন বলসোনারো। যুক্তরাষ্ট্রে থাকতে ছয় মাসের পর্যটন ভিসার আবেদন করেছেন।
৬৭ বছর বয়সী বলসোনারো ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর থেকে নিজেকে অনেকটাই চোখের আড়ালে রেখেছেন। তবে আপাতত দেশ ছাড়লেও রাজনীতি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি; যদিও দেশে ফিরলে বিচারের মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছে তাঁর।