ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো দেশে ফিরছেন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো
ফাইল ছবি: এএফপি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো আগামী ৩০ মার্চ দেশে ফিরেবেন বলে জানিয়েছে তাঁর দল লিবারেল পার্টি।  

ব্রাজিলে গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। লুলার দায়িত্ব নেওয়ার দুদিন আগে ৩০ ডিসেম্বর বলসোনারো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমান। দায়িত্ব হস্তান্তরের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নেননি তিনি।

লিবারেল পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘আমাদের দলের প্রেসিডেন্ট ভালদেমার কোস্তা নেতো আমাদের সবাইকে নিশ্চিত করেছেন বলসোনারো ৩০ মার্চ ব্রাজিলে ফিরবেন। তিনি সেদিন সকাল সাড়ে সাতটায় ব্রাসিলিয়াতে নামবেন।’

আরও পড়ুন

নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজয় মেনে নিতে পারেননি বলসোনারোর উগ্র ডানপন্থী সমর্থকেরা। তাঁদের অভিযোগ, কারচুপির মাধ্যমে বলসোনারোকে হারানো হয়েছে। এ জন্য তাঁরা সামরিক বাহিনীর ‘হস্তক্ষেপ’ চেয়ে আসছিলেন।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি ব্রাজিলের পার্লামেন্ট ভবন কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট ভবনসহ বিভিন্ন সরকারি দপ্তরে তাণ্ডব চালান বলসোনারোর সমর্থকেরা। এ ঘটনায় দেশে-বিদেশে কড়া সমালোচনার মুখে পড়েন ডানপন্থী সাবেক এই প্রেসিডেন্ট। বলা হয়, এর পেছনে তাঁর ইন্ধন রয়েছে।

তবে এ ঘটনার পর তিনি এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে আত্মপক্ষ সমর্থন করেন বলসোনারো। তিনি বলেছিলেন, তিনি ব্রাজিলে ফিরে বিরোধী দলের নেতৃত্ব দিতে চান।

আরও পড়ুন