২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা আছে: বাইডেন

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি জো বাইডেন
ছবি: এএফপি

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা আছে বলে জানিয়েছেন জো বাইডেন। খবর এএফপির

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর এই ইচ্ছার কথা জানান।

তবে বাইডেন উল্লেখ করেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে তিনি আগামী বছরের শুরুর দিকে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই নির্বাচনে তাঁর দল ডেমোক্রেটিক পার্টি ধারণার চেয়ে বেশি ভালো করেছে।

বাইডেন বলেন, অনেকেই বলেছিল, এবারের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে রিপাবলিকানদের ‘ঢেউ’ বয়ে যাবে। কিন্তু তেমনটা হয়নি। তবে ডেমোক্রেটিক পার্টি প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। এই নির্বাচনের ফল যা-ই হোক না কেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা তাঁর আছে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আবার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আগামী সপ্তাহে ঘোষণা দিতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে বাইডেন বলেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ঘোষণা দেওয়ার ব্যাপারে তাঁর কোনো তাড়া নেই।

আরও পড়ুন

বাইডেন বলেন, ‘আগামী বছরের শুরুর দিকে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রতিপক্ষ ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান।

২০২১ সালের ২০ জানুয়ারি বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হন। ২০ নভেম্বর বাইডেনের বয়স হবে ৮০। ২০২৪ সালের নভেম্বরে বাইডেন বয়স হবে ৮২।

আরও পড়ুন