নানা নাটকীয়তার পর টুইটার কিনে নিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
ছবি: রয়টার্স

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার মালিকানা গ্রহণের পরপরই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়ালসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের চাকরিচ্যুত করেছেন তিনি। এসব কর্মকর্তা তাঁকে বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ মাস্কের। খবর রয়টার্সের।

মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতার পরপরই মাস্ক টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল এবং আইন ও নীতিবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে চাকরিচ্যুত করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব কথা জানিয়েছেন।

মাস্কের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমটিতে থাকা ভুয়া অ্যাকাউন্টের (ব্যবহারকারী) বিষয়ে তাঁকে এবং টুইটারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন এসব কর্মকর্তা।

মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সময় আগারওয়াল ও সেগাল টুইটারের সানফ্রান্সিসকো সদর দপ্তরেই ছিলেন। পরে নিরাপত্তা পাহারায় তাঁদের সেখান থেকে বের হয়ে যেতে দেখা যায় বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে টুইটার কর্তৃপক্ষ, মাস্ক এবং বরখাস্ত হওয়া কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এখন ‘চিফ টুইট’

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও মাস্ক বলেছেন, টুইটারে ‘স্প্যাম বট’ পরাভূত করতে চান তিনি। কীভাবে ব্যবহারকারীদের কাছে প্রকাশ্যে পর্যাপ্ত কনটেন্ট তুলে ধরা যায়, সেভাবে অ্যালগরিদম সাজাবেন তিনি।

টুইটারের নতুন মালিক আরও বলেন, প্ল্যাটফর্মটির ঘৃণা ও বিভাজনের আখড়ায় পরিণত হওয়া ঠেকাতে চান তিনি। যদিও একই সময়ে তিনি সেন্সরশিপ সীমিত করছেন।

অবশ্য এসব লক্ষ্য কীভাবে অর্জন করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মাস্ক। কোম্পানিটি কে পরিচালনা করবে, সেটা নিয়েও কিছু বলেননি তিনি। তাঁর ছাঁটাইয়ের ঘোষণায় দুশ্চিন্তায় আছেন টুইটারের প্রায় সাড়ে সাত হাজার কর্মী।

আরও পড়ুন

টুইটার কার্যালয়ে সিংক হাতে ইলন মাস্ক, করলেন বায়ো পরিবর্তন

মালিকানা গ্রহণের পর মাস্ক আরও বলেছেন, অর্থ আয় করতে তিনি টুইটার কেনেননি। বরং তিনি মানবজাতিকে সাহায্য করার চেষ্টা করছেন, যাদের তিনি ভালোবাসেন।

টুইটার বিক্রি নিয়ে অবশ্য কম নাটক হয়নি। টুইটার কেনার ঘোষণা দিয়ে তাক লাগিয়ে দেওয়ার পর মাঝপথে সরে দাঁড়ানোর চেষ্টা করেন মাস্ক। বিষয়টি গড়ায় আদালতে। শেষ পর্যন্ত মামলা এড়াতে আদালতের বেঁধে দেওয়া সময়ে টুইটার কিনে নিলেন তিনি।