একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ১২ ডিসেম্বর, মঙ্গলবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এর পাশাপাশি আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ীভাবে ইসরায়েলি বাহিনীর থেকে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলি বাহিনী চলে আসার পর গাজার নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নিয়ে আলোচনার পথ উন্মুক্ত রয়েছে। তবে গাজার নিয়ন্ত্রণকারীরা ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাবের হবে না।

ইসরায়েলি হামলার মুখে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
ফাইল ছবি: রয়টার্স

অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা পরিস্থিতির আরও অবনতির কথা জানিয়েছে সহযোগিতা সংস্থাগুলো। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেছে, গাজায় সবাইকে তাড়া করছে ক্ষুধা। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, গাজার অর্ধেক মানুষ অভুক্ত।

গাজায় ফিলিস্তিনিদের আটকের যে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, গাজায় আটক ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর করা অমানবিক আচরণ যুদ্ধাপরাধের শামিল।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভিয়েতনামের নেতা নগুয়েন ফু ত্রং
ফাইল ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ মঙ্গলবার দুই দিনের সফরে ভিয়েতনামে যাচ্ছেন। রাষ্ট্রীয় এ সফরে তিনি ভিয়েতনামের নেতা নগুয়েন ফু ত্রংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। আশা করা হচ্ছে, সাক্ষাৎকালে চীনের নেতা কমিউনিস্টশাসিত এ দুই প্রতিবেশীর মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে উজ্জীবিত করার লক্ষ্যে হ্যানয়ের প্রশংসায় পঞ্চমুখ হবেন।

দেশের সবচেয়ে বড় মুসলিম উচ্চবিদ্যালয়ের অর্থায়ন বন্ধ করে দিচ্ছে ফ্রান্স সরকার
ছবি: এএফপি

ফ্রান্সের সবচেয়ে বড় মুসলিম উচ্চবিদ্যালয়ের (হাইস্কুল) অর্থায়ন বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা গতকাল সোমবার জানান, প্রশাসনিক ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ শিক্ষাপদ্ধতির কারণে বিদ্যালয়টির বরাদ্দ বন্ধ করা হচ্ছে।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীদের কয়েকজন
ফাইল ছবি: রয়টার্স

আফ্রিকার দেশ মালিতে চালুর এক দশক পর বন্ধ হয়ে গেল জাতিসংঘের শান্তি রক্ষা মিশন। এ মিশনের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশটির সামরিক সরকারের আদেশে শান্তি রক্ষা মিশনের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

প্রতীকী
ছবি: রয়টার্স

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এতে চার নিরাপত্তা কর্মকর্তা নিহত ও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে।