Thank you for trying Sticky AMP!!

অটিজম শিশুদের ক্রীড়া উৎসব

>বগুড়ায় অটিজম শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বগুড়া সেন্ট্রাল হাইস্কুলে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। জেলা ক্রীড়া কার্যালয়ে এ আয়োজনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বগুড়া বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়সহ আটটি প্রতিষ্ঠানের প্রায় দেড় শ অটিজম শিশু অংশ নেয়। উৎসবে বল কুড়ানো, বেলুন ফুটানো, ছেলে-মেয়েদের ১০০ মিটার দৌড়, বালিশ খেলাসহ আটটি খেলার আয়োজন করা হয়। এতে অংশ নেয় ১১২ শিশু। প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী শিশুদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বিস্কুট খেলায় মেতে উঠেছে শিশুরা।
ক্রীড়া উৎসবে বেলুন ফাটানো খেলার জন্য দৌড় শিশুদের।
বেলুন ফুটানো খেলায় বেলুন দেখছে শিশুরা।
ঝুড়িতে বল ফেলানো খেলায় ব্যস্ত শিশুরা।