Thank you for trying Sticky AMP!!

অবিবাহিত থাকার শর্ত নিয়ে রুল

ফাইল ছবি

পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের (পুলিশ প্রবিধান) ৭৪১ বিধানে থাকা দুটি শর্ত কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

দুটি শর্তের মধ্যে শিক্ষানবিশকাল পর্যন্ত প্রার্থীর অবিবাহিত থাকা এবং উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন ও সম্মানীয় বংশের হতে হবে বলা রয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

ওই প্রবিধানের ৭৪১ বিধানে থাকা দুটি শর্ত চ্যালেঞ্জ করে ২৫ মার্চ রিটটি করেন ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মো. হোসেন খান।

আইন মন্ত্রণালয়ের দুই সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ পাঁচ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।