Thank you for trying Sticky AMP!!

আওয়ামী লীগ ২৩০ আসন পাবে: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল ২৩০ আসনে বিজয়ী হবে। বিএনপি নেতাদের অহেতুক হুমকি-ধমকি বন্ধ করার কথা বলেছেন তিনি।


আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে ৩০ আসন পাবে। সংবাদপত্রে তা ছাপা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি যদি প্রশ্ন করি, এই ভবিষ্যদ্বাণী আপনি (মির্জা ফকরুল) করেন কীভাবে। জনগণের রায় আপনি কী করে দেন। আসলে এগুলো হুমকি–ধমকি।’ এরপর নাসিম বলেন, আগামী নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগ ২৩০ আসন পাবে। বিএনপি নেতাদের তিনি হুমকি–ধমকি থেকে বিরত থাকার আহ্বান জানান।