Thank you for trying Sticky AMP!!

আজ প্রথম আলোর জন্মদিন

>

প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান বিকেল পর্যন্ত চলে। ‘ভালোর সাথে, আলোর পথে’ স্লোগান নিয়ে একুশে পা দিল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকটি। এই প্রীতি অনুষ্ঠানে প্রথম আলোর ঢাকা অফিসের সব বিভাগের কর্মীরা অংশ নেন। দেশাত্মবোধক গানে শুরু হয় অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। প্রতিবছরের মতো এ বছরও প্রথম আলোর বর্ষসেরা কর্মী ও দলকে পুরস্কৃত করা হয়। ছবিগুলো রোববারের।

শিল্পী সোমনুর মনির কোনালের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।
বিশেষ দিনের স্মৃতি ক্যামেরাবন্দী করছেন একজন।
নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্ত।
প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টারের পরিচালনা পর্ষদের সদস্যদের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন নিজস্ব প্রতিবেদক মো. রানা আব্বাস।
কথা বলছে প্রথম আলোর প্রথম সংখ্যা!
প্যারোডি গানে কবির বকুল ও অরূপ কুমার ঘোষ।
একসঙ্গে প্রথম আলোর বর্ষসেরা কর্মীরা।