Thank you for trying Sticky AMP!!

আমিরাতে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাঁদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরু হয়েছে। আজ সোমবার আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নির্বাচন কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সাইদুল ইসলাম।

ইসির ঘোষণা অনুযায়ী এখন থেকে প্রবাসী ভোটাররা services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য তাঁদের বৈধ পাসপোর্ট, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্বের সনদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, শনাক্তকারী প্রবাসী বাংলাদেশির পাসপোর্টের কপি, সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র ইত্যাদি জমা দিতে হবে।