Thank you for trying Sticky AMP!!

আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে ১৭৫ কোটি টাকা পাচারের অভিযোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক)

আমদানি-রপ্তানির আড়ালে ১৭৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ কথা জানান।

দুদকের সচিব বলেন, কিছু গার্মেন্টসমালিকের বিরুদ্ধে আমদানি–রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ করে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুদককে জানিয়েছে, ওভার-ইনভয়েসিংয়ের (পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে) মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা এ টাকা পাচার করেন। এর মধ্যে তৈরি পোশাক প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে রপ্তানির আড়ালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৭৫ কোটি টাকা বিদেশে পাচারের একটি অভিযোগ পাওয়ার পর দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, এ বিষয় অনুসন্ধানে দুটি অনুসন্ধান দল তদন্ত করছে। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করার পর তা পর্যালোচনা করে দুদক আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।