Thank you for trying Sticky AMP!!

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও ব্রুনেইয়ের সুলতানের জন্য প্রধানমন্ত্রীর আম উপহার

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং ব্রুনেই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মুইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সাদুল খাইরি ওয়াদ্দিনকে আম উপহার পাঠিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশ দূতাবাস সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর পাঠানো এক হাজার কেজি আম দেশটির প্রেসিডেন্টের মারদেকা প্রেসিডেনশিয়াল প্যালেসে গত বুধবার হস্তান্তর করে।

প্রেসিডেন্টের সচিবালয়ের প্রেসিডেনশিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটকল অফিসার উপহার গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ব্রুনেই দারুসসালামের সুলতানের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের এক হাজার কেজি হাঁড়িভাঙ্গা আম গত শনিবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনেইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে পৌঁছে দেওয়া হয়।