Thank you for trying Sticky AMP!!

উবার যাবে সাভার-গাজীপুর

এখন থেকে উবারের সেবা নিয়ে সাভার ও গাজীপুরে যাওয়া যাবে। বৃহস্পতিবার বিশ্বের সর্ববৃহৎ অন ডিমান্ড রাইড শেয়ারিং এ প্রতিষ্ঠানটি ঢাকা থেকে চালু করেছে আন্তনগর (ইন্টারসিটি) রাইড শেয়ারিং সার্ভিস।

উবারের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২ টাকা। অপেক্ষমাণ চার্জ হবে প্রতি মিনিটে ৩ টাকা। একজন যাত্রী একনাগাড়ে ১০ ঘণ্টা পর্যন্ত সার্ভিসটি ব্যবহার করতে পারবেন।

যেভাবে কাজ করে উবার ইন্টারসিটি
ক) উবার অ্যাপ খুলে আপনার পছন্দমতো গন্তব্যস্থল (সাভার অথবা গাজীপুর) সেট করুন।
খ) অ্যাপে ভেসে উঠবে উবার ইন্টারসিটি অপশন
গ) বুকিং কনফার্ম করলেই উবারের গাড়ি চলে আসবে
ঘ) অ্যাপ আপনাকে যাত্রার সম্ভাব্য ভাড়া জানাবে। মূল ভাড়া নির্ধারিত হবে ট্রিপের ভ্রমণ দূরত্ব ও সময় অনুযায়ী।
ঙ) ওয়ান ওয়ে ট্রিপের ক্ষেত্রে যদি ট্রিপটি ঢাকার সার্ভিস এরিয়ার বাইরে শেষ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফিরতি ভাড়া যোগ হয়ে যাবে। ফিরতি ভাড়া সাভার অথবা গাজীপুরে ভ্রমণকৃত দূরত্ব অনুযায়ী নির্ধারণ করা হবে।
চ) রাউন্ড ট্রিপের ক্ষেত্রে পুরো ট্রিপের দূরত্ব এবং অতিবাহিত সময় অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে।

তা ছাড়া আরও কোনো তথ্যের প্রয়োজন হলে তা জানা যাবে উবারের ওয়েবসাইট থেকে। বিজ্ঞপ্তি।