শারদীয় উৎসব ২০১৬ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর উল্লাস সাহিত্য পরিষদের উদ্যোগে কবিতা–সন্ধ্যার আয়োজন করা হয়। গত সোমবার সন্ধ্যায় বাটাজোর শাহী পার্কে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উল্লাস সাহিত্য পরিষদের সভাপতি উৎপল চক্রবর্তী। বক্তব্য দেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক শিকদার রেজাউল করিম, গৈলা কবিতা পরিষদের আহ্বায়ক কবি আ. মান্নান, মোস্তফা হাবিব, ফাতেমা জান্নাত, ফকরুল আবেদীন, তাসলিমা বেগম ও শেখ খলিলুর রহমান। অনুষ্ঠানে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার প্রায় অর্ধশতাধিক কবি অংশ নেন। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি