Thank you for trying Sticky AMP!!

করোনাকালের ঈদ

বিশ্বজুড়ে করোনা মহামারির থাবা। তবে এর মধ্যে থেমে নেই জীবন। জীবনের প্রয়োজন আর আয়োজনে আছে উৎসবও। বাংলাদেশে আজ শনিবার (১ আগস্ট) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের মসজিদে মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
করোনাকালে ঈদের নামাজ আদায় করতে রাজধানী ঢাকার অনেক মুসল্লি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যান। ছবি: হাসান রাজা
সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়। ছবিটি চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফাল্লাহ জামে মসজিদে। ছবি: জুয়েল শীল
করোনাকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত। ছবি: হাসান রাজা
চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফাল্লাহ জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। ছবি: জুয়েল শীল
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত। ছবি: হাসান রাজা
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতে শামিল হওয়া এক নারী। ছবি: হাসান রাজা
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা।
রংপুরের কেরামতিয়া জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেন অনেক মুসল্লি। ছবি: মঈনুল ইসলাম
ঈদের নামাজ শেষে এবার আর কোলাকুলি করা হয়নি। সেলফি তুলে সেই আফসোস মিটিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: হাসান রাজা