Thank you for trying Sticky AMP!!

করোনায় নতুন কেউ শনাক্ত হয়নি: আইইডিসিআর

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা। ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ রোববার সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আইইডিসিআর বলছে, গত দুই দিনে কারও মৃত্যুও হয়নি।

আজ রোববার আইইডিসিআর অনলাইনে সংবাদ সম্মেলন করে। পরে অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। দেশে আজ পর্যন্ত ৪৮ জন শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছে ১৫ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।