Thank you for trying Sticky AMP!!

করোনা সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

করোনাভাইরাস। প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই সময়ে ২ হাজার ৯৭৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৯ জন। আজ বৃহস্পতিবার দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ইতালিকে ছাড়িয়ে বিশ্বে করোনা সংক্রমিত দেশের তালিকায় ১৫ তম স্থানে এখন বাংলাদেশ। ইতালিতে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

দেশে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন। নতুন করে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৭ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।

গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। একই সময় মারা যান ৩৩ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮টি নমুনা। এর আগের দিন ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।