Thank you for trying Sticky AMP!!

কাঠের ওপর প্রতিকৃতি

গৌতম বুদ্ধ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বা মাদার তেরেসার প্রতিকৃতি কাঠের ওপর ফুটিয়ে তোলেন চন্দন বড়ুয়া। চারুকলায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাঁর। সামান্য প্রশিক্ষণ নিয়ে নিজগুণে এত দূর। নিভৃতচারী এই শিল্পী থাকেন খাগড়াছড়ির দীঘিনালায়। শিল্পকর্ম বিক্রির পাশাপাশি সংসার চালাতে কাপড়ের ব্যবসাও করেন তিনি।

কাঠ খোদাই শুরু
ছবি আঁকা
বাঁটালি দিয়ে চলছে খোদাই
খুব সাবধানে কাজ করা
ঘষে মসৃণ করা হচ্ছে
সতর্কতার সঙ্গে কাজ
শেষ মুহূর্তের কাজ
খোদাই করা একটি শিল্পকর্ম
ধ্যানরত গৌতম বুদ্ধ