Thank you for trying Sticky AMP!!

কেমোথেরাপি দেওয়ার সময়ও এত কষ্ট হয়নি

ভ্যাট প্রত্যাহারের দাবিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গতকাল আফতাবনগর এলাকায় ডিআইটি প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো

মো. বাদল আহমেদ। বয়স আনুমানিক ৪৫ বছর। ক্যানসারের রোগী। কদিন পরপরই চিকিৎসার জন্য রাজধানীর বারিধারায় ইউনাইটেড হাসপাতালে যেতে হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসকের কাছে গিয়েছিলেন বাদল। বাসায় (মালিবাগ) ফেরার সময় যানজটের কবলে পড়ে নাকা ল হতে হয় তাঁকে। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাপত্র হাতে ক্লান্ত শরীরে বাড্ডা থেকে হেঁটে যাচ্ছিলেন মালিবাগের দিকে। এ সময় সেখানে ভ্যাট প্রত্যাহারের দাবিতে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনানী এলাকায় বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে। ছবিটি বনানী এলাকা থেকে গতকাল বিকেলের দিকে তোলা l প্রথম আলো

অসুস্থতার কারণে ক্ষোভ প্রকাশের শক্তিও যেন তখন হারিয়ে ফেলেছিলেন বাদল। কীভাবে বাসায় ফিরবেন জিজ্ঞেস করলে বাদল আহমেদ বলেন, ‘কষ্ট কী জানি না। তবে কেমোথেরাপি দেওয়ার সময়ও আমার এত কষ্ট হয়নি।’ বাদলের মতো রাজপথে চলাচলকারী অগণন নগরবাসীকে বৃহস্পতিবার দিনভর যানজটের ধকলে ভুগতে হয়েছে। যানজটের কবল থেকে রক্ষা পেতে তাঁদের সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা থেকে রাত গড়িয়ে গেছে।

কোনো যানবাহন না পেয়ে শিশু কোলে এই মা গন্তব্যে পেঁৗছতে হেঁটে রওনা দেন l ছবি: প্রথম আলো

বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর থেকে বাসে উঠে সন্ধ্যা পৌনে সাতটার দিকে কারওয়ান বাজার সোনারগাঁও মোড়ে বাসের ভেতরই বসে ছিলেন মাহফুজুর রহমান। তিনি বললেন, ‘বিজয় সরণি পর্যন্ত ভালোভাবেই এসেছি। তারপর যে কী হলো জানি না।’