Thank you for trying Sticky AMP!!

কেরানীগঞ্জেও শিক্ষার্থীদের অবরোধ

সরকারি ঘোষণায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যেও নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কদমতলী গোলচত্বর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকার বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

অনেক শিক্ষার্থী গাড়ির চালকের লাইসেন্স পরীক্ষা করে। লাইসেন্সহীন চালকের গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা।

কেরানীগঞ্জ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়মন বলে, ঢাকায় দুর্ঘটনায় তাদের সহপাঠী মারা গেছে। এ জন্য তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। যাদের লাইসেন্স নেই, তারা গাড়ি চালাতে পারবে না।

কবি নজরুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইমতিয়াজ হোসেনও একই মত জানিয়ে বলে, যেসব গাড়ির ফিটনেস নেই, চালকেরা সেসব গাড়ি চালাতে পারবেন না।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা কেউ জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য তাঁরা দায়িত্ব পালন করছেন।